Sunday, September 22, 2024

১৭৮ টাকা

 বাংলাদেশে ৬ গ্রেডের চা উৎপাদন করা হয়। ৬ নাম্বার গ্রেড আমরা খাই। ১ নাম্বার গ্রেড পাবেন ফাইভ স্টার হোটেলে, পার কাপ দাম পড়বে ২-৩ হাজার। বাকি সব যায় পশ্চিমে। তার মানে মেইন ভোক্তা পশ্চিম। রপ্তানি করে পার কেজি চা করা হয় মিনিমাম ৫ হাজার টাকায়। আর একজন শ্রমিককে দৈনিক ২৬ কেজি চা চুলতে হয়। সে চা তুললে পায় ১৭৮ টাকা। ২৬ কেজি চা এর থেকে দুই-তিন কেজি গ্রিণ টি পাওয়া যায়৷ পার কেজি গ্রিণ টি এর দাম ৬ হাজার, পাইকারি। মানে তার তোলা চা পাতা থেকে গ্রিণ টি বেচে দৈনিক কামায় করছে মিনিমাম ১০-১২ হাজার। তারপর বিভিন্ন গ্রেডের চা। মোটামুটি তার তুলা ২৬ কেজি থেকে ৪-৮ কেজি গ্রেড ১-৪ পর্যন্ত থাকে। এভারেজ প্রাইজ ৪ হাজার করে ধরলে ৬কেজি এভারেজ হলে, ২৪ হাজার টাকা কামাই করে একজন শ্রমিকের চা তোলা থেকে।

তার মজুরি কত?
১৭৮।
আর আমরা তুলনা দিচ্ছি কোন চা পাতার সাথে। গ্রেড-৬, যেগুলো উচ্ছিস্ট। চা মুখে তোলার আগে এটাও মাথায় রাইখেন আরকি একটু।

source:: https://www.facebook.com/100008682274668/posts/3539252899707418/?mibextid=rS40aB7S9Ucbxw6v

No comments:

Post a Comment

বল্টু

  ●বল্টু : আমার একটা সমস্যা হচ্ছে। ডাক্তার : কি..? বল্টু : যখন যার সাথে কথা বলি তাকে দেখতে পাইনা। ডাক্তার : কখন এরকম হয়..? বল্টু: যখন ফোনে ক...